চণ্ডীপুর : সত্যিই কি ঘটেছিল দুর্ঘটনা? প্রশ্ন দিলীপের

রবিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানে একের পর এক ইস্যুতে শাসক দলকে নিশানা করেন তিনি।

author-image
Pallabi Sanyal
New Update
suvendu dilip

শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। তবে সত্যিই সেদিন দুর্ঘটনা ঘটেছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ছবি দেখলাম। ধাক্কা লাগলে  সাইকেলটি  দুমড়ে মুচড়ে যেত। ধাক্কা লেগেছিল কিনা আগে সেটার তদন্ত হওয়া উচিত।' দুর্ঘটনা নিয়ে পথে পর্যন্ত নেমেছে তৃণমূল। এমনকি দাবি করা হয়েছে শুভেন্দুর গ্রেফতারিও। এ প্রসঙ্গে সুর চড়িয়ে দিলীপ ঘোষ বলেন, 'কিছুদিন আগে মুর্শিদাবাদের সাংসদ একটি ছেলেকে চাপা দিয়ে মেরে দিয়েছিলেন। তখন কেউ কিছু বলেনি।' কার্যত শুভেন্দুর পাশেই দাঁড়াতে দেখা গেল তাকে। 

প্রসঙ্গত, রবিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানে একের পর এক ইস্যুতে শাসক দলকে নিশানা করেন তিনি।