কংগ্রেস এখন খুড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছেন, দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি

খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, কংগ্রেস এখন জলে পড়ে গিয়েছে। খড়কুটো যা পাবে তাই ধরে এখন বাঁচার চেষ্টা করছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dilip ghosh bjp.jpg


নিজস্ব সংবাদদাতা: খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'মহুয়া মৈত্রকে এথিক্স কমিটির মিটিংয়ে তিনবার তাকে ডাকা হয়েছে তিনি সেখানে আসল প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।  তিনি সেখানে আন্দোলন করেছেন। ওয়াক আউট করেছেন। বাইরে এসে মিথ্যা কথা বলেছেন । ভেতরে কি হয়েছে সেটা বাইরে বলার নিয়ম নয়, সেটা একটা শপথ নিতে হয়। অনেক অনৈতিক কাজ তিনি করেছেন। দুনিয়া জেনে গেছে, মহুয়া মৈত্র চুরি করেছেন। তিনি মিথ্যা কথা বলেছেন। সংসদীয় পরম্পরাকে তিনি অপমান করেছেন। তিনি সংসদের গরিমাকে নষ্ট করেছেন। মুখে চুনকালি মাখিয়ে দিয়েছেন।'
পাশাপাশি এদিন দিলীপ ঘোষ বলেন, 'কংগ্রেস এখন জলে পড়ে গেছে খড়কুটো যা পাবে তাই ধরে এখন বাঁচার চেষ্টা করছে, মহুয়া মৈত্রের ব্যাপারে  তৃণমূলের থেকে কংগ্রেস বেশি কষ্ট পেয়েছে, এটাই এখন বোঝার ব্যাপার ।'