হরি ঘোষ, দুর্গাপুর: দেশদ্রোহীতা আইনে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। দুর্গাপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ প্রাক্তন সাংসদের।
রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে এখনই গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে মন্তব্য দিলীপ ঘোষ বলেন, “সিদ্দিকুল্লা চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আর তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন। দেশদ্রোহীতার আইনে সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তার করা উচিত, দাবি দিলীপ ঘোষের।
/anm-bengali/media/media_files/XHnHPAlRGfvM6XLVFvuM.jpg)
এইদিন বিধাননগরের মর্নিং ওয়াকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন, আর এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ।
সিদ্দিকুল্লার গ্রেপ্তারি চাইলেন দিলীপ ঘোষ, কেন?
অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ।
File Picture
হরি ঘোষ, দুর্গাপুর: দেশদ্রোহীতা আইনে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। দুর্গাপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ প্রাক্তন সাংসদের।
রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে এখনই গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে মন্তব্য দিলীপ ঘোষ বলেন, “সিদ্দিকুল্লা চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আর তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন। দেশদ্রোহীতার আইনে সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তার করা উচিত, দাবি দিলীপ ঘোষের।
এইদিন বিধাননগরের মর্নিং ওয়াকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন, আর এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ।