নিজস্ব সংবাদদাতাঃ হোলির দিনেই প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী হয়েছেন তিনি। টুইট করেছেন, “আজ সাধারণ মানুষ ও কার্যকর্তারা উৎসাহ, ভালোবাসা ও আবেগে ভাঙলো দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা। তারা পলাশ ফুলের মালা দিয়ে আমাদের অভ্যর্থনা জানান। পাশাপাশি আজ কর্মীদের সঙ্গে হোলি পালিত হল।”
/anm-bengali/media/media_files/Do5Ub8R9PC9jVFFVA9Ij.jpg)
/anm-bengali/media/media_files/1mch7frQOdIUth7qBSbz.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)