নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "পুলিশের এটাকে বৈধ বা বেআইনি বলার কী অধিকার আছে? একটি গণতান্ত্রিক দেশে যে কেউ প্রতিবাদ করতে পারে। সুপ্রিম কোর্টও বলেছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ বা মিছিল হলে পুলিশ তাতে বাধা দিতে পারবে না”।
একই সাথে তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, "কুণাল ঘোষ যা বলছেন তাতে কী পার্থক্য আছে? যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তাদের সরকার কী কোনও ব্যবস্থা নিয়েছে?”
#WATCH | West Bengal: On students protest, BJP leader Dilip Ghosh says, "What right does the police have to call it legal or illegal? In a democratic country, anyone can protest. The Supreme Court has also said that if a peaceful protest or march is taken out the police cannot… pic.twitter.com/8pzhY18XTT