নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর শনিবার সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। টাকা দিয়ে ৩৬ হাজার চাকরি কেনা হয়েছিল। যদি প্রতি চাকরিপ্রার্থী পিছু ১০ লক্ষ টাকা নেওয়া হয়, তাহলে ৩৬০০ কোটি টাকা লুঠ হয়েছে বলেও হিসেব বুঝিয়ে দেন দিলীপ। সেই সঙ্গে তৃণমূলের নেতারাই টাকা লুঠ করেছে বলে শাসক দলকে একহাত নেন। বিজেপি নেতার দাবি, শুধু চাকরি বাতিলেই থেমে থাকলে চলবে না, কাকে টাকা দিয়েছে চাকরির বিনিময়ে তাদেরকেও সামনে আনতে হবে। তাদেরকেও সাজা দিতে হবে, না হলে শিক্ষা হবে না। দুর্নীতির সব দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ঠেলে দিয়ে নৈতিকতার খাতিরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ বলে সুর চড়িয়েছেন খড়গপুরের সাংসদ।