বিদেশে লগ্নির আহ্বান মমতার! দিলীপ বলছেন, 'আটকে কেন্দ্রের প্রকল্প'

জমি রয়েছে। শিল্প নেই! বাংলায় শিল্প লক্ষ্য। সেই লক্ষ্যেই বিনিয়োগের আবেদন বিদেশের শিল্পপতিদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

author-image
Pallabi Sanyal
New Update
sadd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : স্পেন সফরে গিয়ে বিদেশের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ''বাংলায় আসুন, শিল্প গড়ুন, জমির কোন অভাব থাকবে না।'' এদিকে বাংলায় জমি থাকলেো কেন্দ্রের প্রকল্প আটকে রয়েছে বলে সুর চড়ালেন দিলীপ ঘোষ। খড়গপুরে চা চক্র থেকে দিলীপ বলেন, ''জমি আছে, অনেক আগে সিপিএম যেসব জায়গা দিয়েছিল সেখানে শিল্প হয়নি। ওনারা শিল্প বন্ধ করে দিয়েছেন। সেগুলোতে শিল্প করুন কিন্তু উন্নয়নের জন্য যে জমি কেন্দ্র সরকার চাইছে রেললাইন করার জন্য, এয়ারপোর্ট করার জন্য, জাতীয় সড়ক তৈরি করার জন্য, সেই জমি ওনারা দিতে পারছেন না। ফলে কেন্দ্র সরকারের সব প্রকল্প আটকে আছে।''