নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ''লোকে দীপাবলি ও সংক্রান্তিতে বোমা ফাটায়,আমরা সারা বছর ধরে ফাটাই,জেলায় জেলায় ব্লকে ব্লকে,এমন সমস্ত ভয়ংকর বিস্ফোরণ হচ্ছে আশেপাশের বাড়ি পাড়া সব উড়ে যাচ্ছে,মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে'', মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরের বোগদা এলাকায় প্রাতঃভ্রমণ এবং ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্র যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দত্তপুকুরের বিস্ফোরণ প্রসঙ্গ নিয়ে ঠিক এভাবেই রাজ্যকে নিশানা করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, ''মমতা ব্যানার্জি এই সম্বন্ধে কিছু বলবেন না, মণিপুরে কি হয়েছে, উত্তরপ্রদেশে কি হয়েছে, এই নিয়ে ওনার খুব চিন্তা,ওনার পায়ের তলায় বোমা রেখে দিয়ে গেছেন উনি বুঝতে পারছে না, সাধারণ মানুষ এবং গরিব মানুষ এর দ্বারা মারা যাচ্ছে। যারা এই ব্যাপারে কিছু জানেই না নির্দোষ তারাও মারা যাচ্ছে,ওনারা যুক্তি দেখান যে এখানকার লোক খেতে পায় না, ১০০ দিনের কাজ নেই তাই বোমা তৈরি করছে, গরিব কি শুধু পশ্চিমবাংলায় রয়েছে নাকি? এটা ঠিক যে ১২ বছরে পশ্চিমবাংলা কে গরিব বানিয়ে দিয়েছে, বাকি রাজ্যগুলো কেন বোমা বানায় না, পুলিশ কি এখানে খায় দায় আর ঘুমায়, নাকি ওনাদের নেতারা বানাচ্ছেন, ওখান থেকে দুধের গাড়িতে করে বোমা সাপ্লাই হত, ফ্রাঙ্ক ও পিপে করে বারুদ আসতো, সবই জানে পুলিশকে বললে পুলিশ আবার উল্টো কেস দেয়, পুলিশ টাকা নেই নেতারা টাকা নেই আর দিনের পর দিন এইরকম অবৈধভাবে কার্যকলাপ হচ্ছে, আর এই ধরনের বিস্ফোরণের ফলে সাধারণ মানুষের ভয় হচ্ছে কবে আমাদের পাড়ায় বিস্ফোরণ হবে আবার আমাদের পাড়ায় কি বোমের কারখানা রয়েছে, বাংলায় কাজ করলেও সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং বাইরে কাজ করতে গেলেও অ্যাক্সিডেন্টে সাধারণ মানুষ মারা যাচ্ছে। আমি মনে করি এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।''