নিজস্ব সংবাদদাতা: দিলীপ ঘোষ এবার সকাল সকাল আরজি আবহে রাজ্য উপনির্বাচন নিয়ে বার্তা দিতে গিয়ে নিজের মনের কথা বলে দিলেন। ভিডিও এল সামনে। তিনি বলেছেন, "নির্বাচন হতে যাচ্ছে। জনগণের মেজাজও জানা যাবে এটা কি শুধু আন্দোলন ছিল নাকি তারাও সরকার পরিবর্তন করতে চেয়েছিল? নির্বাচনী প্রচারণার প্রস্তুতি সম্পন্ন হয়েছে"।
আরজি কর ঘটনার বিরুদ্ধে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "মূল ইস্যুটি যারা পিছনে থেকে চালাচ্ছে তাদের দ্বারা বিমুখ করা হচ্ছে। তারা সরকারের মুখপাত্রের সঙ্গে বসেছেন। এসব সরকারকে বাঁচানোর অপচেষ্টা কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে জনগণের। আন্দোলন যেন বৃথা না যায়। এত বড় আন্দোলনের পর আমাদের কী আছে তাও ভাবা উচিত। পশ্চিমবঙ্গে ধর্ষণ ও খুন এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।” তার এই বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।