নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এদিন সকালে চায়ে পে চর্চায় বসে খড়গপুর থেকে বলেন, “প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গের জন্য যা করেছেন তা কেউ কখনও করেননি। দিল্লিতে নেতাজির মূর্তি স্থাপন করেছেন, একটি বন্দরের নাম শ্যামা প্রসাদ মুখার্জির নামে করেছেন, পশ্চিমবঙ্গের মহান ব্যক্তিত্বদের সম্মান করতে শিখিয়েছেন দেশকে। উনি বাংলার জন্যে যা করেছেন, তেমনটা এখনও কোনও প্রধানমন্ত্রী করেননি। আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং গান্ধী পরিবারের কথায় শোনা যেত কান পাতলে, এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বাংলার মানুষের কথা শোনা যায়”।
একই সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে রাজনীতিতে স্বাগত। তার মতো সত্যবাদীদের রাজনীতিতে প্রয়োজন। মানুষের আস্থা তৈরি করতে এবং পরিচ্ছন্ন রাজনীতির প্রতিষ্ঠার জন্য তাঁর মত ব্যক্তিত্বের রাজনীতিতে প্রয়োজন। তবেই রাজনীতি স্বচ্ছ হবে”।