প্রধানমন্ত্রীর জন্মদিনে পুজো দিলেন দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর জন্মদিনে বৃক্ষরোপণ! পুজো দিয়ে সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর থেকে সাংবাদিক গ্রেফতার-সব বিষয়েই সুর চড়ালেন খড়়গপুরের সাংসদ।

author-image
Pallabi Sanyal
New Update
েো্

নিজস্ব প্রতিনিধি, এগরা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এগরা দু'নম্বর ব্লকের ভারদা শিব মন্দিরে পুজো দিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এর পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করলেন তিনি। এরপর বিভিন্ন বিষয়ে দেন প্রতিক্রিয়া।  দিলীপ ঘোষ বলেন,“এখানে তৃণমূল সরকার কথা বলতে দিচ্ছে না‌‌।” মুখ খোলেন সাংবাদিক দেবমাল্য বাগচীর গ্রেফতারি নিয়েও। বলেন,  “সে বালি পাচার গরু পাচারে নেতাদের বিরুদ্ধে লিখেছে। চোলাই মদের বিরুদ্ধে লিখেছে তাই তাকে গ্রেফতার হতে হয়েছে।” ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে কেন্দ্রমন্ত্রীর বাড়ির সামনে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে এদিন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের যে লোকেরা দু বছর ধরে কাজ করে টাকা পায়নি সেটা টাকা কোথায় গেল হিসাব চাই। যারা দিয়ে পায়নি ধর্না দিচ্ছে তার টাকা কোথায় গেল। যারা চাকরি পাইনি তার উত্তর কে দেবে।” দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রাকেও কটাক্ষ করেছেন। এবার শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, “এ রাজ্যে একজন অধ্যাপক যে টাকা পান তার থেকে বেশি টাকা পান একজন লেবার।”