'কাপুরুষ' পাকিস্তান স্কুল স্বাস্থ্যকেন্দ্রও ছাড়ছে না…তবে সেগুলোর কড়া জবাব দিচ্ছে ভারত
শুরু হয়ে গেছে যুদ্ধ, পাক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জের! রাজস্থানের সীমান্তের বাসিন্দাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত
দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত! চণ্ডীগড়ের সাধারণ সমাবেশ থেকে উঠল 'পাকিস্তান মুর্দাবাদ'
হামলায় পাকিস্তানের প্রধান লক্ষ্য পাঞ্জাব! এবার স্থানীয়দের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল সেনাবাহিনী
পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জের! চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবা স্থগিত
একের পর এক বিমানঘাঁটি ধ্বংস পাকিস্তানের! এবার ভারতকে হামলা বন্ধের আর্জি করলেন 'অসহায়' পাক মন্ত্রী
শ্রীনগরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তানের! একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীরের রাজধানী
পাঞ্জাবের বিমানঘাঁটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা পাকিস্তানের! ভারতের পাল্টা জবাবে নাজেহাল ইসলামাবাদ
শুক্রবার রাতে পাঞ্জাবের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান! অভিযোগ সেনাবাহিনীর

দিলীপ করছেন বিয়ে, কীর্তি গাইলেন গান!

বন্ধুত্ব কিন্তু শেষ হয়নি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cwrhgn 2

File Picture

হরি ঘোষ, দুর্গাপুর: নাচলেন, গাইলেন আর মিষ্টি বিলি করলেন। দিলীপের বিয়ের খুশিতে আনন্দে মাতলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। দিলীপকে জানালেন উষ্ণ অভিনন্দনও, মেরে ইয়ার কি শাদি হে', গানের তালে গলা মেলালেন কীর্তি।

দিলীপের বিয়ের দিনে কীর্তির সাথে আনন্দে মজলেন তৃণমূলের নেতা, কর্মীরাও। ২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ আর তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কীর্তি আজাদ। দুই জুজুধান প্রতিপক্ষ একে অপরকে তীব্র আক্রমণ করলেও দুজন দুজনকে কোন অশালীন মন্তব্য প্রয়োগ করেননি। নির্বাচনের দিন বর্ধমানে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়ে করেছিলেন কোলাকুলিও। নির্বাচনে অবশ্য কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছিলেন দাপুটে দিলীপ ঘোষ। তবে বন্ধুত্ব কিন্তু শেষ হয়নি।

cwrhgn

শুক্রবার সন্ধ্যায় কলকাতার নিউটাউনের বাড়িতে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দিলীপ ঘোষ। সেই খবর পেতেই বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ উল্লাসে মাতলেন। 'মেরে ইয়ার কি শাদি হে', গানের তালে গলা মেলালেন এবং নাচলেন। তৃণমূল কর্মীদের মিষ্টিমুখ করার ব্যবস্থা করলেন। একসাথে তৃণমূল কর্মীদের সাথে বসে চাও খেলেন তিনি। 

তারপরেই তিনি বললেন, “নতুন বৌদি আর দিলীপ দাকে হার্দিক অভিনন্দন। নতুন জীবন সুখের হোক। আমরা একে অপরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও বিবাহ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দিলীপদার বিবাহ নিয়ে শুভেচ্ছা জানানো আমার কর্তব্য। আমি আশা করব এরপর থেকে দিলীপ দা জয় সিয়ারাম বলবেন”।