'বাংলাদেশে আজ যারা হামলা চালাচ্ছে, তারা পশ্চিমবঙ্গে লুকিয়ে ছিল', বিতর্ক বাড়ালেন দিলীপ

'বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে, তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dilip ghoshhq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ ইস্যুতে এবার লেগে গেল রাজনৈতিক রঙ। বাংলাদেশের সন্ত্রাসকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

w
File Picture

দিলীপ ঘোষ এদিন জানান, ‘বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে, তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। বিজেপির নেতা-কর্মীদের উপর তৃণমূলের হয়ে হামলা চালিয়েছিল। এরাই সিএএ পাস হওয়ার পর আগুন জ্বালিয়েছিল, লুঠ করেছিল। এরাই এখানে তৃণমূলকে দখল করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, এরা তাঁর পক্ষেই আছে, তাই মুখ বন্ধ রেখেছেন”।

dilipangry
File Picture

এদিন কার্যত এই ভাবেই বিতর্ক বাড়িয়ে তৃণমূলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। যা বাংলাদেশের জ্বলতে থাকা আগুনের আঁচকে এনে দেবে এ দেশেও, বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

       

Adddd

India Post Advertisement Rakhi_300x250