রেমাল দাপট শেষ হতেই চরম দাবী করলেন দিলীপ ঘোষ

চরম অস্বস্তির মুখে রাজ্য সরকার।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
w

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিন দুয়েক আগেই রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাব সাংঘাতিক হওয়ার দরুন রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে ত্রাণের জন্য। তবে এর মাঝেই রাজ্য সরকারকে নিশানা করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

Mamata Banerjee: Won't be able to make it to INDIA bloc meeting | Kolkata  News - The Indian Express

তিনি বলেছেন, '' আয়লায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ হাজার কোটি টাকা সাহায্য দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই টাকা আসার পরেও তা খরচ করা হয়নি। বাঁধ মেরামতি হয়নি। ফলে সেই পাঁচ হাজার কোটি টাকা কোথায় গেল ? " 

Cyclone Remal: Viral video shows ominous wall cloud over Bay of Bengal -  India Today

দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্য ভোটের মুখে ফের একবার রাজ্য সরকারকে অস্বস্তির মুখে ফেলে দিয়েছে। 

Add 1