নিজস্ব সংবাদদাতাঃ দিন দুয়েক আগেই রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাব সাংঘাতিক হওয়ার দরুন রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে ত্রাণের জন্য। তবে এর মাঝেই রাজ্য সরকারকে নিশানা করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
/anm-bengali/media/post_attachments/a80c8f62363b6191d2356db4cc6c8290b5e53a6cdd128bf2c8b01de55f6ac030.jpg?w=414)
তিনি বলেছেন, '' আয়লায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ হাজার কোটি টাকা সাহায্য দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই টাকা আসার পরেও তা খরচ করা হয়নি। বাঁধ মেরামতি হয়নি। ফলে সেই পাঁচ হাজার কোটি টাকা কোথায় গেল ? "
/anm-bengali/media/post_attachments/1383ebf8f8159f1c459eb70c3fc868c52d4361fdb3baf31b075a2fb14d362f2d.jpg?VersionId=WaKBQJYXntxf9OxYOToFrdgTBlcfRLGj&size=690:388)
দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্য ভোটের মুখে ফের একবার রাজ্য সরকারকে অস্বস্তির মুখে ফেলে দিয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)