এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন
ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে আজ!

‘হারামের মাল খেয়ে চর্বি করেছে তৃণমূল’, কটাক্ষ দিলীপ ঘোষের

শুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। গতকাল দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

author-image
Probha Rani Das
New Update
Coveeer (6).jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। রাজ্যে জোরকদমে চলছে ভোটের প্রচার। আজ দুর্গাপুরের বিধান নগর এলাকায় হুটখোলা জিপে চড়ে প্রচার শুরু করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হুড খোলা গাড়ি থেকে দিলীপ ঘোষ নামতেই গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের এম এ এম সি এলাকায়। ঘটনাস্থলে  নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়।

klppr15.jpg

‘ওদের শুয়োরের মতো চর্বি থলথল’ দলীয় কার্যালয়ের ভেতর থেকে স্লোগান আসে। তৃণমূলকে পাল্টা চাচাছোলা আক্রমণ করেন দিলীপ ঘোষ। ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরো পিতা দেবব্রত সাঁই বলেন, তাদের বৈঠক চলছিল তখনই লাউড স্পিকার বাজিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল বিজেপি। তারই প্রতিবাদ করেছেন তারা।

'দিলীপ ঘোষের মাসল আছে, চর্বি নেই। আর ওদের শুয়োরের মতো চর্বি থলথল করছে ওরা কি লড়াই করবে।' তৃণমূলের গো ব্যাক স্লোগানের পাল্টা তৃণমূলকে চাচাছোলা আক্রমণ করে দিলীপ ঘোষ। ওরা দলীয় কার্যালয়ের ভেতর থেকে স্লোগান দিয়েছে, যারা হারামের মাল খেয়ে চর্বি করেছে তাদের তো রোদ লাগবেই। ভারতীয় জনতা পার্টির লোকেরা রোদে জলে লড়াই করে মাসল বানিয়েছে।

Add 1