খড়্গপুরে নালীর উদ্বোধন করলেন দিলীপ ঘোষ

দুটি নালীর জন্য  প্রায় পাঁচ লক্ষ টাকা সংসদের তহবিল থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি মহানালা, যার মধ্যে দিয়ে রেলের এলাকার জল বের করে দেওয়ার ব্যবস্থা হয়েছে ।

author-image
Jaita Chowdhury
New Update
msnhcjkafcmn

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  খড়্গপুরের ১৪ নম্বর ওয়ার্ডে সংসদের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি দুটি নালীর উদ্বোধন করলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ । এই দুটি নালীর জন্য  প্রায় পাঁচ লক্ষ টাকা সংসদের তহবিল থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি মহানালা, যার মধ্যে দিয়ে রেলের এলাকার জল বের করে দেওয়ার ব্যবস্থা হয়েছে ।