নিজস্ব সংবাদদাতা : একদিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তার বন্যায় ভাসছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়,অন্যদিকে, তারই সাংসদ এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। কী করছেন? বিজেপি সাংসদকে দেখা যাচ্ছে একটি বাগানে। যেখানে তাকে ঘিরে রয়েছে ঝাঁক ঝাঁক প্রজাপতি। তার কথায়, শত শত প্রজাপতি। ডায়মণ্ড হারবারে প্রজাপতিদের আসরে দিলীপ ঘোষ! ট্যুইট বার্তায় দিলীপ ঘোষ জানিয়েছেন, ''ডায়মন্ড হারবারে, কয়েকটি ফুলের গাছের চারপাশে শত শত প্রজাপতি উড়ছে। প্রকৃতির কী মনোমুগ্ধকর দৃশ্য। প্রজাপতি পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্ভাগ্যবশত, আমাদের কৃত্রিম সার ও কীটনাশকের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে,তাদের জনসংখ্যা, অন্যান্য উপকারী পোকামাকড় সহ, হ্রাস পাচ্ছে। ফলে পরাগায়নের প্রাকৃতিক প্রক্রিয়াও কমে যাচ্ছে। আমাদের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে এবং এর পরিবর্তে প্রাকৃতিক সার বেছে নিতে হবে।''