দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জের, বিক্ষোভ শুরু তৃণমূলের

বিক্ষোভের সময় দিলীপ ঘোষ ছিলেন না বাংলোতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dilipangry

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারিমূলক বক্তব্য ঘিরে শনিবার খড়গপুরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। তৃণমূল কর্মীদের উদ্দেশে ‘বাড়িতে ঢুকে মারব’ মন্তব্যের জেরে তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর বাংলোর সামনে বিক্ষোভ দেখান। যদিও দিলীপ ঘোষ তখন বাংলোতে ছিলেন না, পরে ফিরে এসে পাল্টা হুঁশিয়ারি দেন তিনিও।

শনিবার সকালেই খড়গপুরের বোগদাতে এক চা-চক্রে দিলীপ ঘোষ বলেন, “বেশি বেয়াদবি করলে, ছ্যাবলামি করলে, বাড়িতে ঢুকে মারব! চৌরাস্তায় টেনে এনে মারব!” তাঁর এই মন্তব্যেই তৃণমূল ক্ষুব্ধ হয়ে দুপুরের দিকে বিক্ষোভে নামে। দিলীপ ঘোষের হুঁশিয়ারিতে বিক্ষুব্ধ হয়ে তৃণমূলের নেতারা দুপুর নাগাদ তাঁর বাংলোর সামনে হাজির হন।

32w334

বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলের সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবাশিস চৌধুরী। এছাড়াও সঙ্গে ছিলেন, ছ’-সাতজন কাউন্সিলর ও একাধিক তৃণমূল কর্মী। তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “দিলীপবাবু আমাদের মারবেন বলেছিলেন। আমরা মার খেতে এসেছি! দেখি, ওঁর কত দম!” 

বিক্ষোভের সময় দিলীপ ঘোষ বাংলোতে ছিলেন না। তবে দুপুর আড়াইটে নাগাদ তিনি ফিরে আসেন এবং তৃণমূলের হুঁশিয়ারির জবাব দেন। “দিলীপ ঘোষ এত সহজে জায়গা ছাড়ে না! গায়ের জোরে রাজনীতি করতে চাইলে, আমিও প্রস্তুত”।

দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। তৃণমূল যেখানে প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করছে, বিজেপি নেতারা সেখানে পাল্টা শক্তি প্রদর্শনের বার্তা দিচ্ছেন। এই রাজনৈতিক তরজা আগামী দিনেও আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।