'মানবিক রাজ্যপাল'

আজ ভাঙড়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথমেই তিনি গতকালের বিক্ষোভ স্থল ঘুরে দেখেন।

author-image
Aniruddha Chakraborty
New Update
bmnb

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে ভাঙড়। তৃণমূল এবং ISF-এর সংঘর্ষে বৃহস্পতিবার দিনভর আলোচনার কেন্দ্রে থেকেছে এই অঞ্চল। রক্ত ঝরেছে তিন জনের। এবার সেই ভাঙড়ে গিয়ে পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে কড়া বিবৃতি প্রকাশ করেছিল রাজভবন। এবার রাজ্যপালকে নিয়ে মানবিক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

এদিন দিলীপ ঘোষ বলেন, 'রাজ্যপাল ভাঙড়ে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন। রাজ্যের যেখানে দুর্ঘটনা বা গোলমাল হয়েছে সেখানেই ছুটে গেছেন তিনি। বাসন্তী গিয়ে করমণ্ডল পীড়িতদের সঙ্গে কথা বলেছেন। উনি খুব সেনসিটিভ। এটা দরকার আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজে দেখেন। রাজ্যের মানুষ কীরকম আছে, নিজে দেখতে যান। উনি অত্যন্ত অ্যাক্টিভ। রাজ্যের মানুষ বিপদে পড়লে এই একটা লোকটাকে সবসময় পাশে পাবে।'