দিলীপ ঘোষ, বচসা-ধস্তাধস্তি! ছুটে গেল পুলিশ!

দিলীপ ঘোষের চা চক্রতে দলীয় পতাকা লাগাতে গেলে পুলিশের সামনেই বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
cover 1

হরি ঘোষ, দুর্গাপুর: মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশীষ মার্কেট এলাকায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্র কর্মসূচির জন্য সোমবার সন্ধ্যাবেলায় বিজেপি দলীয় কর্মী-সমর্থকেরা দলীয় পতাকা লাগাতে যায়। হঠাৎই সেই সময়ে তৃণমূল নেতা রাজীব ঘোষের নেতৃত্বে বেশ কয়েকজন মহিলাসহ তৃণমূল কর্মী ও দুষ্কৃতীরা এসে বিজেপি কর্মীদেরকে মারধর শুরু করে বলে অভিযোগ। নিমেষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘোড়ুই। এরপর আবারও পুলিশের উপস্থিতিতেই বিজেপি কর্মী-সমর্থকদের সাথে তৃণমূলের কর্মী-সমর্থকেরা বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোন এলাকার ১০ নম্বর ওয়ার্ডে।

Add 1