হরি ঘোষ, দুর্গাপুর: মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশীষ মার্কেট এলাকায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্র কর্মসূচির জন্য সোমবার সন্ধ্যাবেলায় বিজেপি দলীয় কর্মী-সমর্থকেরা দলীয় পতাকা লাগাতে যায়। হঠাৎই সেই সময়ে তৃণমূল নেতা রাজীব ঘোষের নেতৃত্বে বেশ কয়েকজন মহিলাসহ তৃণমূল কর্মী ও দুষ্কৃতীরা এসে বিজেপি কর্মীদেরকে মারধর শুরু করে বলে অভিযোগ। নিমেষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘোড়ুই। এরপর আবারও পুলিশের উপস্থিতিতেই বিজেপি কর্মী-সমর্থকদের সাথে তৃণমূলের কর্মী-সমর্থকেরা বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোন এলাকার ১০ নম্বর ওয়ার্ডে।