ফেক প্রতিবাদ! ফের বেলাগাম দিলীপ

বৃহস্পতিবার ফের বোমা ফাটালেন দিলীপ। মন্তব্য করলেন দিল্লিতে বিক্ষোভরত কুস্তিগীরদের নিয়ে।

author-image
Pallabi Sanyal
New Update
d

নিজস্ব সংবাদদাতা : ফের বেলাগাম দিলীপ ঘোষ। তবে, বেফাঁস মন্তব্য করা কিংবা বিতর্কের জন্ম দেওয়া কোনো মন্তব্য করা তার নতুন হয়। এর আগেও বহু বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি সাংসদ। যার জেরে দলকে পড়তে হয়েছে অস্বস্তিতে। তবে রাজনৈতিক মহলের একাংশেরই ধারণা, শিরোনামে থাকতেই রাজনীতিবিদরা অনেক সময় ভুল-ভাল-বিতর্কিত মন্তব্য করে থাকেন। বৃহস্পতিবার ফের বোমা ফাটালেন দিলীপ। মন্তব্য করলেন দিল্লিতে বিক্ষোভরত  কুস্তিগীরদের নিয়ে। তাদের আন্দোলন ফেক বলে মন্তব্য করে বিজেপি নেতা বলেন, রাজনৈতিক পুতুলে পরিণত হয়েছেন তারা।  তাদের সমর্থনে একমাত্র পথে নামতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাকেও আক্রমণ শানান বিজেপি নেতা। দিলীপের কথায়, ''মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে টিএমসি শেষ হয়ে যাবে, তাই তিনি ডুবন্ত নৌকায় একজন মানুষের মতো বেঁচে থাকার চেষ্টা করছেন।পশ্চিমবঙ্গে খেলাধুলা বিলুপ্ত হয়ে গেছে।  এখানে জুয়া তাস আর লটারি ছাড়া কোনও খেলাধুলা নেই। বাড়ির লোকেরা খেলাধুলার সংস্থাগুলি কবজা করে রেখেছে। যারা জীবনে তাস ছাড়া কিছু খেলেনি তারা আজ রাজ্যে অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। খেলোয়াড়রা রাজ্য ছাড়ছেন। মুখ্যমন্ত্রী নীরব দর্শক।''