নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : শুক্রবার মেদিনীপুরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডেভিসনের অমৃত ভারত প্রকল্পের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দাগলেন তিনি।
ইডি-সিবিআই তদন্ত নিয়ে ফের বোমা ফাটালেন খড়গপুরের সাংসদ। দিলীপ ঘোষের দাবি, ''রাজ্য সরকার বিভিন্ন সংস্থাকে কাজে লাগাচ্ছে যাতে ইডি সিবিআই সঠিক সময় তদন্ত শেষ করতে না পারে। আমরা আশা করব তাড়াতাড়ি কাজ শেষ হবে।''
লিপস অ্যান্ড বাউন্ডসের টলিউড যোগের ঘটনায় টলিউড থেকে শুরু করে অনেকের সম্পত্তির হিসেব চাওয়া হয়েছে। এগুলো না হলে পুরো দুর্নীতির চিত্র সামনে আসবে না বলে মন্তব্য করেন দিলীপ। ঝালদা পুরসভায় পূর্ণিমা কান্দুর ইস্তফা প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, ''এখানে কোথাও প্রচার করতে দেবে না , ভোট হতে দেবে না। ভোটে বিরোধীরা জিতে গেলে যেভাবে ভাঙিয়ে দিয়ে আসা হচ্ছে, যেভাবে মেলা প্র্যাকটিস শুরু হয়েছে সেটা বন্ধ না হলে পশ্চিমবঙ্গের রাজনীতি কলুষমুক্ত হবে না, অর্থনীতিও হবে না। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে।''
রেলে বেশ কিছু প্রজেক্ট আছে, জমি সমস্যার জন্য যেগুলো আটকে আছে। সেটা জাতীয় সড়ক হোক কিংবা আন্তর্জাতিক সীমানা হোক কোন কাজের জন্যই জমি পাওয়া যাচ্ছে না। জমি পাওয়া যাচ্ছে না সেই কারণে রেল উন্নয়ন করতে পারছে না। দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। রাজ্য রাজ্যপাল সংঘাত প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি,'' রাজ্য রাজ্যপালের সংঘাত করে কার লাভ হচ্ছে জানি না। পশ্চিমবঙ্গের মানুষের কোন লাভ হচ্ছে না। এদের ক্ষমতা অর্থ প্রতিপত্তি বাঁচিয়ে রাখার জন্য রাজ্যপালের সাথে ঝগড়া করতে বাধ্য হচ্ছে। মানুষ ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে ঝগড়া করার জন্য নয় কাজ করার জন্য। তাই কাজ করুক সরকার।''