কজনকে সম্মানিত করেছেন মমতা? চাঁদ জয় নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ

চাঁদের কুমেরুতে পৌঁছে ইতিহাস রচনা করেছে ভারত। ইসরোর চন্দ্রযানের নেপথ্যে যে সকল বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন বিজ্ঞানীই বাংলার সন্তান। মুখে বাহবা দিলেও কজনকে ডেকে সম্মানিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ।

author-image
Pallabi Sanyal
New Update
sadsaddf

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :  সম্প্রতি চাঁদ জয়ের নেপথ্যে থাকা বিজ্ঞানীদের মধ্যে ৪০ শতাংশই বাঙালি বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা দিলীপ ঘোষ বলেন, ''আমরাও গর্বিত সমস্ত বিজ্ঞানীদের জন্য। শুধু বাংলার নয়। বাংলার ২১ জন আছেন সাড়ে তিনশো, চারশো জনের মধ্যে। উনি চল্লিশ শতাংশ কি করে বললেন আমি জানি না তার কাছে কি তথ্য আছে। ক'জন বাঙালি বিজ্ঞানীকে ডেকে উনি সম্মানিত করেছেন। বাঙালি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই বাংলা ছেড়ে চলে যাচ্ছে। তাদের থাকার মত, কাজ করার মতো পরিবেশ তৈরি করে দিন। তাহলে সম্মানিত করা যাবে।''