নিজস্ব প্রতিনিধি, খড়গপুর : বালাসোরে ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা বিরোধী ডিভাইস না লাগানোয় দুর্ঘটনা ঘটেছে বলে যে মন্তব্য করেছেন তিনি তার পাল্টা মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, ''আমরা এত বুঝিনা। বলতে হয় তাই উনি বলেছেন। রেল তদন্ত করে দেখছে।''
অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এর পাল্টা বিজেপি নেতা বলেন,''যাদের কাছে কোনও ইস্যু নেই, তারা এইসব কথাই বলে। আমি তো প্রশ্ন করব, চাকরির জন্য , পড়াশোনার জন্য ,চিকিৎসার জন্য কেন পশ্চিমবঙ্গের মানুষকে দক্ষিণের রাজ্যে যেতে হবে? এই রাজ্যে সরকার কেন ব্যবস্থা করতে পারেনি?'' পাশাপাশি, কুণাল ঘোষের টুইট প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ''রেল প্রাথমিক তদন্ত করেছে কিসের জন্য দুর্ঘটনা তা বেরিয়ে আসবে ।''