নিজস্ব সংবাদদাতা: এবার বঙ্গ বিজেপির তরফে ট্যুইট করে আজ দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে। ট্যুইটে জানানো হয়েছে, দিলীপ ঘোষ আজ বিকশিত ভারত সংকল্পে অংশ নেবেন। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে হবে এই কর্মসূচি। দুপুর ১২ টা থেকে শুরু হবে কর্মসূচি। অপরদিকে সুকান্ত মজুমদার আজ বেলদাতে বুথ কর্মী সম্মেলন করবেন। দুপুর ৩ টে থেকে হবে এই কর্মসূচি।