মেদিনীপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে শেষ প্রচার সারলেন দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই বিষয়ে কেউ প্রশ্ন করলে কি উত্তর দেবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-11-11 at 16.18.14

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: একদিন পর মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন। শেষ দিনের প্রচারে মেদিনীপুরে ঝড় তুললেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে প্রচারের একেবারে শেষ লগ্নে মেদিনীপুরে মহা মিছিল সারলেন দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী। 

বিজেপি মেদিনীপুর জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করে সিপাই বাজার, রাজাবাজার হয়ে বিদ্যাসাগর হলে সমাপ্ত হয়। টোটোতে বেলুন ও দলীয় পতাকা সহকারে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মেদিনীপুরের মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। 

WhatsApp Image 2024-11-11 at 13.16.25

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নরওয়েতে যাওয়ার প্রসঙ্গকেও কটাক্ষ করেন। তিনি বলেন, সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই বিষয়ে কেউ প্রশ্ন করলে কি উত্তর দেবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পরেও এখনো যে সমস্ত হাসপাতালে সিসিটিভি সঠিকভাবে বসলো না সে বিষয়েও রাজ্য সরকারকে এক হাত নেন তিনি। 

সেই সঙ্গে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। 

WhatsApp Image 2024-11-11 at 15.32.30

আরজি করের অভয়া কান্ডের দোষীদের কোন কোর্টে বিচার হবে সে বিষয়ে কিন্তু সন্ধিহান প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “শিয়ালদাহ কোর্ট, হাইকোর্ট নাকি সুপ্রিম কোর্টে বিচার হবে সেটাই বুঝতে পারছি না। যিনি করবেন তিনিই তো এখন নেই, তাহলে কোথায় বিচার হবে সেটাই মানুষ ভেবে পাচ্ছেন না” বলেও জানান দিলীপ ঘোষ।