সেনাদের চোখ-কান খোলা রাখার নির্দেশ সেনাপ্রধানের, তাহলে কি পাকিস্তানের জবাব এখনও বাকি?
Big Breaking: ধোঁয়াশা কাটিয়ে অবশেষে চরম সিদ্ধান্ত, তৃণমূলে যোগ দিলেন জন বার্লা
স্কুলের হল ঘরে ক্লাস নিচ্ছেন পুলিশ আধিকারিকরা! দিলেন বিশেষ পাঠ
BREAKING: "বিরোধী দলনেতা উন্নয়নে বাধা দিয়েছেন"- তৃণমূলে এসেই উগরে দিলেন সব
'আমার ওয়ার্ডে আমাকে আটকালে কেউ তো ওঁদের আদর করবে না', ফের ‘স্বমহিমায়’ সব্যসাচী দত্ত!
বৌভাতের ভোজ খেয়ে অসুস্থ ৩০! চাঞ্চল্য
BREAKING: কাশ্মীরে বড় সাফল্য! খতম ৩ জইশ জঙ্গি! পহেলগাঁও হামলায় ছিল এরাও
বিকাশ ভবনে ফের চাকরিহারারা, পুলিশের সাথে শুরু ধস্তাধস্তি
ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! আহত একাধিক

সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে শাসকদলকে কটাক্ষ দিলীপের

শাসক দলকে তীব্র কটাক্ষ।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ইয়ু

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুরে একগুচ্ছ ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করলেন তিনি। 

তার কথায়, '' ডিভিসি নিয়ে মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। বন্যা নিয়ন্ত্রণের জন্য কিছুই করেননি তিনি। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির সাথে থেকে চাকরি করে খাচ্ছে। জল ছাড়া নিয়ে মমতা ব্যানার্জি জেলাগুলিকে নির্দেশ দিয়েছিলেন। এক্সপার্টরা যে সাজেশন দেন তা উনি কি আদৌ বাস্তবায়িত করেন ? বন্যা হলেই জলে দাঁড়িয়ে উনি ছবি তোলেন আর কেন্দ্র এবং ঝাড়খন্ডকে গালাগালি দিয়ে দায় সারেন। '' 

বন্যা পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ নিয়ে দিকে অসন্তোষ চলছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, '' পুজোর সময় কেন মানুষরা বিপদে পড়বে ?  ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করে তৃণমূল। বন্যা শুরু হলেই কেন্দ্রের কাছে টাকা চায় টিএমসি। বার্ষিক আয়ের এটা একটা পন্থা। তাই বন্যা বন্ধ করতে চাইছে না তৃণমূল। '' ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিলীপ ঘোষের দাবি করেছেন যে, '' ঘাটালের মানুষ তিনবার দেবকে জিতিয়েছেন। মানুষ কি ভুল করেছে উনাকে ভোট দিয়ে ? উনি কি করছেন সেটা তো মানুষকে বলতে হবে। কেন্দ্র যে পরিমাণ অর্থ লাগবে তার সিংহভাগ দেবে বলেছে রাজ্য সরকার মানুষকে বোকা বানাচ্ছে। খুন ধর্ষণ ফ্যাশন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। দেব মমতা ব্যানার্জি সবাই ছবি তুলতে আসে বন্যায়। এমন রাজনীতি বন্ধ হওয়া দরকার। ''

এছাড়াও, সাংবাদিকদের প্রশ্নে আরজিকার কাণ্ড নিয়ে তিনি দাবী করেছেন যে, '' যতক্ষণ না সুবিচার আছে, দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আন্দোলন চলুক, নেতৃত্ব দিন এবং সরকারের উপর চাপ রাখুক। আন্দোলন যেন ফলপ্রসু হয়। ''