বেহাল ব্রিজ, বড় বড় গর্ত আর ফাটল, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত! প্রশাসন নীরব

মেরামত নয়, বহু পুরোনো এই ব্রিজ ভেঙে নতুন করার দাবি এলাকাবাসীর।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-11 at 5.06.25 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবী খালের উপর কংক্রিট ব্রিজের বেহাল অবস্থা। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে একাধিক গ্রামের বাসিন্দা সহ স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগীদের। কৃষি প্রধান এলাকা হওয়ায় ওই ব্রিজের উপর দিয়েই কৃষিজাত পণ্য বা মাঠের ফসল নিয়ে যানবাহন যাতায়াত করতে হয়।

এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন প্রশাসনকে জানিয়ে কোনও সুরাহা মেলেনি। নিত্যযাত্রীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ভগবন্তপুর থেকে কামারখালি যাতায়াতের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের মাঝে ভৈরবী খালের উপর এই কংক্রিট ব্রিজের উপর বড় গর্ত দেখা দিয়েছে। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও ব্রিজের একাংশে পিলারের নিচে ফাটলও ধরেছে। বহু পুরানো এই কংক্রিট ব্রিজটিতে বছর খানেক আগেও ফাটল দেখা দেয়। তৎকালীন সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসনের তৎপরতায় উপরের ফাটল অংশে কাঠের পাটাতন দিয়ে মেরামত করা হয়। এই ব্রিজের উপর দিয়ে ৫-৬ টি গ্রামের মানুষের যাতায়াত। এছাড়াও কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষকদের চাষের যাবতীয় কাজকর্ম বা যানবাহন এই ব্রিজ অতিক্রম করে করতে হয়। ব্রিজের এক প্রান্তে ভগবন্তপুর উচ্চ বিদ্যালয়, ভগবন্তপুর স্বাস্থ্য কেন্দ্র আর অপরপ্রান্তে কামারখালি ধান্যঘোরি, হুড়হুড়িয়া, রশিয়াড়ি গ্রাম। এই রাস্তাটি দিয়ে সহজেই পার্শ্ববর্তী গড়বেতা যাওয়া যায় বলে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে। এলাকাবাসী থেকে স্থানীয় কৃষকদের দাবি, আগেও একবার ব্রিজটি মেরামত করা হয়েছিল ফাটল দেখা দেওয়ায়, আবারও নতুন করে ব্রিজের উপর বড় গর্ত দেখা দিয়েছে। এটি আর মেরামত করে সুস্থ অবস্থায় রাখা যাবে না।তাই ব্রিজ ভেঙে নতুন করে ব্রিজ নির্মান হোক চাইছে তারা। এই বিষয়ে ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার জানান, "কাজটি বড় কাজ পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়,তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যত দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করা যায়"।