নিজস্ব প্রতিনিধি, দীঘা: ঘূর্নিঝড় রেমাল নিয়ে চরম সতর্কতা পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে। ভোর রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকেই দফায় দফায় মাইকিং করা হচ্ছে। কেউ কেউ আছে বৃষ্টির মধ্যে সমুদ্রের রূপ উপভোগ করতে ভালোবাসে। তারা আবার ভিড় জমিয়েছে এই দীঘায়।
পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। পর্যটকদের হোটেল খালি করতে বলা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এসেছে দীঘায়। বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। সব মিলিয়ে চিন্তা বাড়াচ্ছে রেমাল।