নিজস্ব সংবাদদাতা, দীঘা, পূর্ব মেদিনীপুর: দীঘার জগন্নাথ মন্দিরের সামনে ১১৬ বি জাতীয় সড়কের উপরে গড়ে উঠছে "চৈতন্যদ্বার"। কাজের জন্য গত ২৪ মার্চ থেকে আগামী ২০ দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
জাতীয় সড়কের উপর গেট নির্মানের কারণে সমস্ত পর্যটকদের দীঘা গেটের কাছে নামতে হচ্ছে যারা ওল্ড দীঘায় যাবেন। এছাড়া যারা নিউ দীঘা বা তার পার্শ্ববর্তী এলাকায় যাবেন তাদের দীঘা বাইপাস ধরে যেতে হচ্ছে। ওল্ড দীঘায় যানবাহন ঢুকতে না দেওয়ায় স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও হোটেল ব্যবসায়ীরা ভীষণ সমস্যায় পড়েছেন। পুলিশ প্রশাসন যাতে গাড়ি গুলিকে ওল্ড দীঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত আসতে দেয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন করছেন এলাকার মানুষ, ব্যবসায়ী ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
/anm-bengali/media/media_files/2025/03/29/F65dCd06iVf8UBRORNa9.png)
তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। স্বস্তির জন্য দীঘামুখী হচ্ছেন পর্যটকেরা। রাস্তা বন্ধ থাকার কারণে অনেকেই দীঘা যাওয়া এড়াচ্ছেন। যারা আসছেন বেশ সমস্যাতেও পড়ছেন তারা। প্রশাসন কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা।