নিজস্ব সংবাদদাতা: এবার জানা গেল সঠিক দিনক্ষণ। দীঘায় জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে? এই নিয়ে চলছিল অনেক প্রশ্ন-উত্তরের পর্ব। এমনকি তা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি বিরোধীরা। আর এবার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিলেন, অক্ষয় তৃতীয়ার দিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে।
ইতিমধ্যেই মন্দির প্রস্তুত হয়ে গিয়েছে। চলছে শেষ মুহুর্তের ফিনিশিং টাচ। আর সেই সবের মাঝেই আজ জানা গেল মন্দির উদ্বোধনের দিনক্ষণ।
/anm-bengali/media/media_files/2024/11/30/oKAgghjsYAHasUB9WTG2.jpg)