মকর সংক্রান্তিতে অভূতপূর্ব সুন্দরী দিঘা! সমুদ্রনগরীর এমন আশ্চর্য রূপের চর্চা তুঙ্গে

কি রূপ দেখা গেল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-14 at 4.01.49 PM

নিজস্ব প্রতিনিধি, দিঘা: বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় বরাবরই উপরের দিকেই থাকে সমুদ্রনগরী দিঘা। দিঘার আনাচ-কানাচ বাঙালির বড্ড চেনা। কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ফাঁক পেলেই বাঙালির একটি বড় অংশ আজও দিঘায় পাড়ি জমান। মকর সংক্রান্তিতে এই দিঘাতেই দেখা গেল দারুণ এক ছবি। দিঘার সমুদ্র সৈকতের এমন রূপ দেখে হতবাক এলাকার ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকে।

আজ মকর সংক্রান্তি। সূর্যদেবকে প্রণাম করে পুণ্য অর্জনের মহতী ছবি রাজ্যের দিকে-দিকে। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুন্যার্থীর উপচে পড়া ভিড়। সংক্রান্তির পুণ্যক্ষণে সমুদ্রনগরী দিঘাতেও দেখা গেল এমন ছবি যা দেখে হতভম্ব এলাকার ছোট-বড় ব্যবসায়ী, হোটেলমালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।

মকর সংক্রান্তির পুণ্য তিথিতে বিপুল ভিড় দিঘায়। দিঘার সমুদ্র সৈকতে যেন জনপ্লাবন। কাতারে কাতারে পর্যটকের উপচে পড়া ভিড়ে দিঘা গমগম করছে। সোমবার সকালে নিউ দিঘার সমুদ্র সৈকতে থিকথিকে ভিড়। বিপুল ভিড়ে ঠাসা দিঘার সি-বিচে গা এলানোর উপায় নেই। দিঘার সমুদ্র সৈকতে এদিন পুণ্যস্নান করতে দেখা গেল পর্যটকদের অনেককে।