নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। গতকাল ছিল উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন। বাংলায় ফের একবার জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে ভোটে জিতলেও বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি।
সূত্র মারফত জানা গিয়েছে যে, দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেছেন যে, '' লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, অন্ততপক্ষে আমাদের কিছু জনের নাম লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, যে টাকাটা তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে, সেটা নরেন্দ্র মোদীর টাকা নয়। তৃণমূল সরকারের টাকা। ''
এই বিতর্কিত মন্তব্য করে ফেঁসে গিয়েছেন নেতা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য যে, চলতি লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে ৩৯,২৫০ ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস দাবী করেছে যে, বিজেপির খাতায় বেশ কিছু ভোট পড়েছে।