ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের দুবার উদ্বোধন, রাজনৈতিক তর্জা

রাজনৈতিক তর্জা শুরু।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
coverমজম

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের দুবার উদ্বোধন। প্রথমে গত ১২ ই মার্চ এই ডায়ালিসিস বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সদ্দার, সহ-সভাপতি বিকাশ কর, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তারপর কয়েক মাস পর গত ৪ ঠা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন হয়ে যাওয়া ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে সেই ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। তখন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, পিংলার বিধায়ক অজিত মাইতি, বর্তমান ঘাটাল হাসপাতালে সুপার মহেশ্বর মান্ডি, ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, সাংসদ প্রতিনিধি রাম পদ মান্নাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। 

West Midnapore Ghatal sub-divisional hospital BJP blames over vaccination |  West Midnapore: “নেতাদের সুপারিশ মতো ভ্যাকসিনেশন চলছে,” ঘাটাল মহকুমা  হাসপাতালে বেনয়িমের অভিযোগ বিজেপির

ইতিমধ্যে ওই বিষয়ে দেবকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ একটি টুইট করেছেন, তাতে লেখা আছে, "ঘাটাল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মমতা ব্যানার্জি, স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ঐ একই ইউনিটের উদ্বোধন করেন সাংস দেব। উদ্বোধক হিসেবে CM এর নাম পাল্টে MP, সুপারস্টার একেই বলে। ঘাটালের মানুষ তো অবাক! Congrats Deb" 

যদিও এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিজেপি বিধায়ক শীতল কপাটের বক্তব্যের উল্টো সাফাই দিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী।

যদিও এই বিষয়ে ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের বর্তমান সুপার মহেশ্বর মান্ডি তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানিয়েছেন, '' হাসপাতালের কিছু গাফিলতি ছিল। তবে আমরা আগের ওই ব্যানার পাল্টে নতুন করে ব্যানার করে দেওয়া হয়েছে। '' 

তবে যাই হোক ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের দুবার উদ্বোধন ঘিরে শুরু হয়েছে জোর চর্চা রাজনৈতিক মহলে।