ডিআই অফিস ঘেরাওকে ঘিরে ধুন্ধুমার বাঁকুড়ায়

চাকরিহারারা পৌঁছাতেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-10 at 21.02.32

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়া: বাঁকুড়া ডিআই অফিসের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি চাকরিহারাদের। চরম বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে।

সুপ্রিম কোর্টের নির্দেশে এরাজ্যে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি গেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে। জেলায় জেলায় ডিআই অফিসে চাকরিহারারা বিক্ষোভে শামিল হয়েছেন। সে মতোই বুধবার বাঁকুড়ার চার্চ মোড়ে চাকরিহারারা প্রথমে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এবং সেখান থেকে বাঁকুড়া জেলার মোট ১০০৫ জন চাকরিহারা মিছিল করে ডিআই অফিসের সামনে আসে। সেখানে তখন বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড করে দুর্গ তৈরি করা হয়। চাকরিহারারা সেখানে পৌঁছাতেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। তৈরি হয় চরম বিশৃঙ্খলা যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। 

WhatsApp Image 2025-04-09 at 16.56.47

অসীম মহান্তি নামে এক চাকরিহারা শিক্ষক জানান, “অপদার্থ মুখ্যমন্ত্রীর কারনেই আজ এসব হচ্ছে এবং শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয়েছে”। এছাড়াও তারা জানান দ্রুত যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং বেতন প্রক্রিয়া চালু রাখতে হবে। আশীষ পতি নামে অপর এক চাকরিহারা জানান, “দরকার হলে আমরা আগামীদিনে চরমপন্থী আন্দোলনের ডাক দেব”।