অবশেষে ডাক্তারদের দাবি মানা হল! এখানে উঠে গেল ধরনা

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
maxresdefault (7)

নিজস্ব সংবাদদাতা: অবশেষে বিক্ষোভকারী পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়া হল বর্ধমান মেডিকেল কলেজে। দীর্ঘক্ষণ পরে ঘেরাও সরিয়ে নেওয়া হল অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের বাইরে। 

Patient falls to death from stretcher at Burdwan Medical College and  Hospital - The Statesman

বুধবার রাতে কলেজ কাউন্সিলরের সভার পর অধ্যক্ষের দপ্তর থেকে কয়েকটি বিজ্ঞপ্তি জারি করা হয়। অধ্যক্ষ জানান যে তাপস ঘোষ ব্যক্তিগত কারণে ডিনের পদ থেকে ইস্তফা দিতে চাইছেন। এটাই ছিল বিক্ষোভকারীদের মূল দাবি। এছাড়াও আরো এক নির্দেশিকায় রাজ্য স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী চিকিৎসক নূপুর ঘোষকে এই কলেজের প্রসূতি বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যোগ দেবেন তিনি। অভীক দের স্ত্রী তিনি। ১ বছর আগেই তাঁর বদলির নির্দেশ এলেও কার্যকর হয়নি। এছাড়াও অন্য নির্দেশিকায় বেশ কিছু ডাক্তারি পড়ুয়া, ইন্টার্ন, জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্টদের জন্য কলেজ ক্যাম্পাস, হস্টেলে প্রবেশ নিয়ন্ত্রিত করা হল। তদন্ত কমিটির প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ওই নির্দেশ জারি থাকবে। পরীক্ষায় ‘নম্বর দুর্নীতি’ এবং ‘থ্রেট কালচার’-এর সঙ্গে তাপস ঘোষের সংযুক্তির অভিযোগ তুলেছিল পড়ুয়ারা। ‘এক ব্যক্তি, এক পদ’ দাবি উঠেছিল। সেই সঙ্গে অবিলম্বে ডিনের পদ থেকে তাপস ঘোষকে সরিয়ে দেওয়ার দাবিও ছিল। 

Burdwan Medical College - Medical NEETPG