তমলুক রামকৃষ্ণ মঠ ও সেবাশ্রমে আজও চলছে সরস্বতী বন্দনা, ভিড় জমাচ্ছেন ভক্তরা

পুজোর পরে হোম যজ্ঞ হয়, পরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-04 at 15.15.23

File Picture

নিজস্ব সংবাদদাতা, তমলুক: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বাগ দেবীর আরাধনা তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ সেবাশ্রমে। ছাত্র-ছাত্রী অভিভাবক এবং ভক্তদের ভিড় পড়ল চোখে পড়ার মত।

বেলুড়মঠে যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে যে পুজো হয় তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে সেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সরস্বতী পূজো করা হয়। এবছর রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে পঞ্চমী শুরু হয়েছে। সেই সময় থেকে পরপর চারবার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করা হয়। পুজো দেখতে এবং পুষ্পাঞ্জলী দিতে প্রচুর ভক্ত, ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা মিলিত হয়েছে আজকে।

             

পুজোর পরে হোম যজ্ঞ হয়, পরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ সেবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী একরূপানন্দ জী বলেন "আগামীকাল ছোট করে পুজো করা হবে, মায়ের মূর্তি থাকবে, পার্শ্ববর্তী বিদ্যালয় ছাত্রছাত্রীরা আসবে, তারা যাতে মা'কে দেখতে পায় তার ব্যবস্থা রাখা হবে। তার পরদিন প্রীতিভোজ হওয়ার পর সন্ধ্যা বেলা মায়ের প্রতিমা বিসর্জন ব্যবস্থা করা হবে”।