নিজস্ব প্রতিনিধি: প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনা মেদিনীপুর শহরে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেলে দমকল। ঘটনাটি মেদিনীপুর শহরের বড় আস্তানা সংলগ্ন বঙ্কিমপল্লী এলাকায়। ওই এলাকায় থাকা একটি পুরোনো প্লাস্টিক গোডাউনে কোন কারণবশত আগুন লেগে যায়। সন্ধ্যা ছ'টা নাগাদ কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর যায় দমকলে। কিন্তু দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। চারিদিক ছেয়ে গিয়েছিল কালো ধোঁয়ায়। পাশাপাশি ঘরগুলোতেও আগুন লেগে যাওয়ার চিন্তায় আতঙ্ক ছড়িয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর সহ পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। স্থানীয়রা জানিয়েছেন, ওটা একটি প্লাস্টিকের গোডাউন ছিল।
/anm-bengali/media/post_attachments/0c16f4ac-1af.png)
সেখানে কোন ভাবে আগুন লেগে যায়। সেই গোডাউনের ভেতরে দুটি চার চাকার গাড়িও ছিল বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। সৌমেন খান বলেন, "একটি প্লাস্টিক কারখানার গোডাউন ছিল। সেখানে কোন ভাবে আগুন লেগে যায়। দমকল এসে বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় মানুষজনও খুব সাহায্য করেছেন আগুন নেভানোর ক্ষেত্রে। খুব জোর রক্ষে পাশাপাশি বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়েনি। ভয়াবহ আকার ধারণ করেছিল এই আগুন।"