দেব এবার জানিয়ে দিলেন, সোজা শিরোনামে উঠে এলেন

কি বললেন দেব?

author-image
Aniket
New Update
x

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনে জেতার পর একগুচ্ছ কর্মসূচী পালনে ঘাটালে হাজির হন ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। ঘাটালের সাংসদ দীপক অধিকারী প্রথমে দাসপুরে দলীয় কর্মসূচি সারেন এবং বৃক্ষরোপণ করেন তারপরে সেখান থেকে তিনি যান বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে। বিদ্যাসাগরের ১৩৪ তম তিরোধান দিবসে তিনি তার গলায় মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, পরে প্রশাসনিক বৈঠক করতে আসেন ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে।

x

সেখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে জমি পরিমাপের কাজ শেষ এরপর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে"। এছাড়াও তিনি টলিউডের চলা সমস্যা নিয়ে বলেন যে, "এই সমস্যা প্রত্যেকের ফেডারেশনের কিছু নিয়ম রয়েছে যেগুলো বাদ দিতে হবে। বাইরে থেকে কোন প্রডিউসার এলে তাদের কাছে চার গুণ অর্থ দাবি করা হয়। সেক্ষেত্রে ক্ষতিটা প্রত্যেকের বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ কমে যাচ্ছে তাতেই ফেডারেশনের ভাবা উচিত"। তিনি আশা করছেন দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। যদি সমস্যার সমাধান না হয় সেটাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি। 

Adddd