নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতির হার্টে সার্জারি হয়েছে। বর্তমানে কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাঁর খোঁজ নিতে সেই হাসপাতালে উপস্থিত হলেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। অজিত মাইতির শারিরীক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিলেন তিনি। গতবারের লোকসভা নির্বাচনের সময় অজিত মাইতি জেলার দায়িত্ব নিয়েছিলেন। ঘাটাল লোকসভায় দেব আসলেই অজিত মাইতির খোঁজ খবর নেন। দুজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। তাই তাঁর অসুস্থতার খবর পেয়ে তিনি কলকাতার একটি হাসপাতালে অজিত মাইতিকে দেখতে আসেন।
/anm-bengali/media/post_attachments/5ae514bd620d748c0cc066e43fc7c53a34a011c3fa8b0f637e201b8e63589c0a.webp)
/anm-bengali/media/post_attachments/50b7c15123a686d08a1b3829362246b1e073913f80cb6260a71ebd36363fa1c4.webp)
/anm-bengali/media/post_attachments/8926f01f11589cf9edc3ca18368398297f440258f30eca69db496c2e60b38ebd.jpeg)
/anm-bengali/media/post_attachments/87e056ab6235b26d533383aaf5467f1478dfe5b462b3de908ea7367c9afabe70.jpeg)