কল্যাণ করেছিল ব্রাত্য, দেবের প্রচারে ঠাঁই পেল কাঞ্চন মল্লিক! জড়িয়ে ধরল গলা

বন্ধু কাঞ্চনকে সঙ্গে নিয়ে কেশপুরে ভোটের প্রচারে দেব।

author-image
Anusmita Bhattacharya
New Update
kanchandev

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের আনন্দপুর এলাকায় ভোট প্রচারে দীপক অধিকারীর সঙ্গে বন্ধু কাঞ্চন মল্লিককে দেখা গেল। মঙ্গলবার বিকেলে তেঘরী অঞ্চলের মোহনপুর, আমলাবনী, আনন্দপুর হয়ে কেশপুরে গিয়ে প্রচার শেষ হয়। 

প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব বললেন, 'প্রথমবার কেশপুরে কাঞ্চনদা আমার সাথে আসল। আসতে আসতে কাঞ্চনদাও বলছিল কেশপুরে রাস্তাঘাট কত উন্নত হয়ে গেছে'। হিরণের অভিযোগের ভিত্তিতে দেব বলেন, 'এটা বিধানসভা নির্বাচন নয়। প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। উনি কেন্দ্রের এমন দশটা বা পাঁচটা প্রকল্পের নাম বলুন যেটায় কেশপুরের মানুষ সুবিধা পেয়েছে'। সেই সঙ্গে তিনি বলেন, 'ঘাটালের আসল কাজ ঘাটাল মাস্টারপ্যান রূপায়ণের রূপরেখা তৈরি হয়ে গেছে। এখানে কন বানেগা মুখ্যমন্ত্রী নয়, কন বানেগা প্রধানমন্ত্রীর ভোট হচ্ছে'। তবে আগামী লোকসভার থেকে কেশপুরে ভোট মার্জিন বাড়বে কিনা সে বিষয়ে প্রশ্ন করতে তিনি বলেন, 'মার্জিনের নেশা আমার নেই। একটা ভোটে জিতলেও সেটা জয় আমি মনে করি। কেশপুরে এত মানুষের ভালোবাসা আমার সাথে রয়েছে এটাই আমার কাছে অনেক'। দেবকে হিরণের ব্যক্তিগত আক্রমণের উত্তরে দেব বলেন, 'যদি এক বছর আগের থেকে ভোট ঘোষণা হত, তাহলে হিরণে বলতো দেবের জন্যই মনে হয় ভারত ওয়ার্ল্ড কাপ হেরে গেছে'। কাঞ্চন মল্লিককে প্রশ্ন করলে তিনি বলেন, 'কেশপুরে মানুষের যে ভালবাসা পেয়েছি, তাতে আমি আপ্লুত। এত মানুষের ভালোবাসা দেবের সঙ্গে আছে তাতে দেব অনেক বেশি ভোটে জিতুক এটাই আমি চাইব'।

Add 1