অবশেষে দেখা মিললো 'নিখোঁজ' সাংসদের! এবার মুখ খুললেন দেব

শেষ পর্যন্ত দেখা মিললো দেবের। তারকা দেবের নয়, কথা হচ্ছে সাংসদ দেবের। বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখলেন তিনি। নিখোঁজ পোস্টার থেকে সিবিআই হানা নিয়ে খুললেন মুখ।

author-image
Pallabi Sanyal
New Update
sdad

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : খড়ারের পর ঘাটাল শহর জুড়ে নিখোঁজ পোস্টার পড়েছিল সাংসদ দেবের বিরুদ্ধে। আর রবিবারই ঘাটালে বন্যা পরিদর্শনে গেলেন  দেব ওরফে দীপক অধিকারীর। বন্যা পরিদর্শন করেন এবং দেবের উপস্থিতিতে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।এখান থেকে ঘাটালের আরও কয়েকটি জায়গা পরিদর্শন করবেন দেব,এছাড়াও খড়ার পৌর এলাকা এবং শেষে দাসপুরের রাজানগরেও যাওয়ার কথা রয়েছে সাংসদ দেবের। এরই মাঝে বঙ্গে সিবিআই হানা নিয়েও বিরধীদের প্রতি উষ্মা প্রকাশ করেন ঘাটালের তারকা সাংসদ।

hiring 2.jpeg