নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জিকে। হিরণের অভিযোগ, 'এখানকার সাংসদ আমাকে এবং আমাদের কর্মীকে খুন করার জন্য তৃণমূলে গুন্ডাদেরকে পাঠিয়েছে'।
এর উত্তরে পিংলার ক্ষীরাইয়ে নির্বাচনী প্রচারে এসে ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বলেন, 'আপনারা প্রস্তুত থাকুন। ২৫ তারিখ পর্যন্ত আরো অনেক কিছু আক্রমণ করবে। যত নির্বাচন কাছে আসবে মাথা উলটো পালটা হয়ে যাবে, উলটো পালটা বলবে। ঘাটালের মানুষ জানে আমি কী করতে পারি,কী না করতে পারি। আমি দু:খিত ওর সঙ্গে যদি একরম ইনসাল্ট হয়ে থাকে। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্ধকে যদি দেবের ওপর চাপিয়ে দেয়...আজ থেকে শপথ নিচ্ছি হিরণকে নিয়ে আর কিছু বলব না'।