নিজস্ব সংবাদদাতা: আইনশৃঙ্খলা পরিস্থিতির কি সম্পূর্ণ অবনতি ঘটেছে? রাজ্য নির্বাচন কমিশন কি তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ? রাজ্য সরকারও কি আগে থাকতে বুঝতে পারেনি যে, এত হিংসার ঘটনা ঘটতে পারে ? বিরোধী দল, কংগ্রেস এবং বাম দলগুলি দাবি করছে যে, এই মুহূর্তে কোনও সরকার নেই এবং নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে।
লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ জানান যে, কেন্দ্রের বিজেপি সরকার, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অশুভ আঁতাত গঠন করেছে। এমনকি তৃণমূলের একাংশ দাবি করেছে যে, তারা এত হিংসার ঘটনা এবং মৃত্যু দেখে হতাশ এবং লজ্জায় তাঁদের মাথা নত হয়ে গিয়েছে।
পঞ্চায়েত ভোট চলাকালীনও মৃত্যুর সংখ্যা বেড়েছে। বিরোধী নেতারা দাবি করেছেন যে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।