নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: লোকসভা ভোটের প্রচার পর্বে রাজ্য ও কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের মধ্যে টানা তিন মাস ধরে হইচই লেগেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল ঘাটালকে বন্যার হাত থেকে বাঁচাতে রাজ্য সরকার একাই কাজ করবে। অন্যদিকে পদ্ম শিবির তরফ থেকে জানানো হয়েছিল যে, কেন্দ্রে ক্ষমতায় ফিরে প্রথম বাজেটে ' ঘাটাল মাস্টার প্ল্যানে'র জন্য টাকা বরাদ্দ করা হবে। একই কথা শোনা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতা, মন্ত্রীদের মুখ থেকে। যদিও বাস্তবে, প্রস্তাবিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে কোনও বরাদ্দই হল না। অথচ সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রচার পর্বে ভোটে জিততে পদ্ম শিবির হাতিয়ার করেছিল ঘাটাল মাস্টারপ্ল্যানকে।
মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের প্রথম সাধারণ বাজেটে ঘাটালের ওই প্রকল্পে কোনও টাকা বরাদ্দ না হওয়ায় হতাশ ঘাটালবাসী। সূত্র মারফত জানা গিয়েছে যে, ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি বাজেটের প্রতিলিপি পুড়িয়ে আন্দোলনের ডাক দিয়েছে। কমিটির সম্পাদক নারায়ণ নায়েক বলেন, “ মঙ্গলবার সাধারণ বাজেটে হতাশ ঘাটালসহ দুই মেদিনীপুরের কুড়ি লক্ষ মানুষ। বন্যা মোকাবিলায় কোনও টাকা বরাদ্দ নেই। ''
তবে বিজেপির দাবী “ ভোটের সময় দলীয় প্রস্তাবনায় ঘাটাল মাস্টারপ্ল্যান ও রেলপথ দুটিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ঘাটালে বিজেপির সাংসদ হলেই এ বারই টাকা বরাদ্দ হয়ে যেত। বাজেটের আগে তো দিল্লিতে গিয়ে বিষয়টি নিয়ে তদ্বির করতে হবে। ঘাটালের তৃণমূল সাংসদ সেটা করেননি। তাই বরাদ্দও হয়নি। ”