BREAKING: সীমান্তের মানুষদের মনোবল বাড়াতে এবার বিকানের যাবেন মোদি ! দেখুন বড় খবর
BREAKING: কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ নিল ওড়িশা ! বড় ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান
ঝড়ে বিপর্যস্ত বেলপাহাড়ি, বন্ধ রাজ্য সড়ক
BREAKING: চাকরিহারা শিক্ষকরা নয়,উস্কানি দিয়েছিল খোদ পুলিশ ! এবার বিকাশ ভবন নিয়ে বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ
বাল্যবিবাহ রুখতে পুলিশের বিশেষ কর্মসূচি
BREAKING: রিভিউ পিটিশন করলে আবার চড় খাবে রাজ্য সরকার ! বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ
BREAKING: আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ! চাপে পরে সাফাই গাইলেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা
BREAKING: তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্নের ঘোষণা করলো কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) !
ঝড়ে বিধ্বস্ত মেদিনীপুর, গাছ পড়ে বন্ধ হাসপাতাল যাওয়ার রাস্তা

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্রীয় বাজেটে মিলল না ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য বরাদ্দ টাকা

মিলল না টাকা।

author-image
Adrita
New Update
e

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: লোকসভা ভোটের প্রচার পর্বে রাজ্য ও কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের মধ্যে টানা তিন মাস ধরে হইচই লেগেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল ঘাটালকে বন্যার হাত থেকে বাঁচাতে রাজ্য সরকার একাই কাজ করবে। অন্যদিকে পদ্ম শিবির তরফ থেকে জানানো হয়েছিল যে, কেন্দ্রে ক্ষমতায় ফিরে প্রথম বাজেটে ' ঘাটাল মাস্টার প্ল্যানে'র জন্য টাকা বরাদ্দ করা হবে। একই কথা শোনা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতা, মন্ত্রীদের মুখ থেকে। যদিও বাস্তবে, প্রস্তাবিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে কোনও বরাদ্দই হল না। অথচ সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রচার পর্বে ভোটে জিততে পদ্ম শিবির হাতিয়ার করেছিল ঘাটাল মাস্টারপ্ল্যানকে।

মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের প্রথম সাধারণ বাজেটে ঘাটালের ওই প্রকল্পে কোনও টাকা বরাদ্দ না হওয়ায় হতাশ ঘাটালবাসী। সূত্র মারফত জানা গিয়েছে যে, ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি বাজেটের প্রতিলিপি পুড়িয়ে আন্দোলনের ডাক দিয়েছে। কমিটির সম্পাদক নারায়ণ নায়েক বলেন, “ মঙ্গলবার সাধারণ বাজেটে হতাশ ঘাটালসহ দুই মেদিনীপুরের কুড়ি লক্ষ মানুষ। বন্যা মোকাবিলায় কোনও টাকা বরাদ্দ নেই। ''

Ghatal Master Plan : কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে কোন অর্থ  বরাদ্দ না হওয়ায় বিজেপিকে তোপ তৃণমূল-সিপিএমের! শুরু রাজনৈতিক তরজা

তবে বিজেপির দাবী “ ভোটের সময় দলীয় প্রস্তাবনায় ঘাটাল মাস্টারপ্ল্যান ও রেলপথ দুটিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ঘাটালে বিজেপির সাংসদ হলেই এ বারই টাকা বরাদ্দ হয়ে যেত। বাজেটের আগে তো দিল্লিতে গিয়ে বিষয়টি নিয়ে তদ্বির করতে হবে। ঘাটালের তৃণমূল সাংসদ সেটা করেননি। তাই বরাদ্দও হয়নি। ” 

Lok Sabha: Master Plan to tackle annual floods in Ghatal could prove key in  deciding who wins polls in this Bengal TMC bastion | Elections News - The  Indian Express

Adddd