নিজস্ব সংবাদ, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক কোলাঘাটের বিডিওকে নিয়ে ওই ব্লকের পুলশিটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রামে সুপার চেকিংয়ে যান। দেউলিয়া বাজার থেকে খন্যাডিহি যাওয়ার পিচরাস্তার ধারে কুমারহাট গ্রামে জলধর মান্নার বাড়ি। একতলার মস্ত পাকা বাড়ি। সামনে একটি ছোট মাটির ঘর।
জলধর মান্নার নাম রয়েছে আবাস প্লাস তালিকায়।পাকা বাড়ি থাকা সত্ত্বেও জলধরবাবু আবাস যোজনায় টাকা পেতে ছোট মাটির বাড়িটিকে থাকেন বলে দাবি করেন। এজন্য অবশ্য নিজেকে কুঁড়েঘরের মালিক বলে জাহির করেন।
কুঁড়ে বাড়ির পেছনে রয়েছে একটি একতলা মস্ত পাকা আর তা দেখেই সন্দেহ হয় জেলা শাসকে।জলধরবাবু জেলাশাসকের সামনে জানান, কুঁড়েঘরের মালিক তিনিই। মস্ত পাকাবাড়ির সঙ্গে তাঁর সম্পর্ক নেই। তাঁর দুই ছেলে ভবতোষ ও শঙ্কর ওই পাকাবাড়ি বানিয়েছে। তারা আলাদা থাকেন।