প্রতিবাদও কি আমরা করতে পারবোনা?

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রতিবাদের ঘটনা সম্পর্কে মুখ খুললেন নাম প্রকাশে অনিচ্ছুক ইস্টবেঙ্গল সমর্থক। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
m,/.

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, নাম প্রকাশে অনিচ্ছুক ইস্টবেঙ্গল সমর্থক জানিয়েছেন, "গতকাল আমরা সল্টলেক স্টেডিয়ামের থেকে অনেক দূরেই ছিলাম। যখন আমরা প্রতিবাদ করবার উদ্দেশ্যে সল্টলেক স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম তখন আমাদের সহযোদ্ধারা আমাদেরকে স্টেডিয়ামের দিকে যেতে বারণ করে দেয়। আমরা কিন্তু ব্যারিকেড ভাঙ্গিনি।

Football fans protest over match cancellation, RG Kar case

পুলিশ ব্যারিকেড ভেঙ্গে এসে আমাদের উপর লাঠিচার্জ করে। তারপরে আমাদের অনেক সহযোদ্ধাদেরকে পুলিশ ভ্যানে তুলতে থাকে। আমরা তো ওখানে শুধু প্রতিবাদ করতে গেছিলাম। অশান্তি করতে তো যায়নি। রাজা এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার প্রতিবাদও কি আমরা করতে পারবোনা? পরবর্তীকালে অভিনেত্রী সোহিনী সরকারের একান্ত সহযোগিতায় মাননীয় কল্যাণ চৌবে আমাদের সহযোদ্ধাদের জেল থেকে ছাড়িয়ে আনে। ওই জায়গায় এতটাই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল যে, পুলিশ টিয়ার গ্যাস ছোড়বারও উপক্রম করেছিল।

Football rivals East Bengal and Mohun Bagan Super Giant fans unite to  protest RG Kar horror | Football News - The Indian Express

কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো, ওখানে অনেক নামিদামি রাজনৈতিক-অরাজনৈতিক দলের মানুষ থাকা সত্ত্বেও, কাল ঘটি-বাঙাল মিশে গিয়ে সকলে ন্যায় বিচারের জন্য প্রতিবাদ করছিল।"