কলকাতা থেকে অমৃতসর রুটে পথভ্রষ্ট দুর্গিয়ানা এক্সপ্রেস

গন্তব্য ছিল অমৃতসর, আধঘন্টা ভুল পথে চলে গেল দুর্গিয়ানা এক্সপ্রেস। নাখোরদা জংশন স্টেশনে পৌঁছতে হুশ ফিরলো চালকের।

author-image
Debapriya Sarkar
New Update
Amritswar

নিজস্ব প্রতিবেদন : কলকাতা থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ১২৩৫৭ দুর্গিয়ানা এক্সপ্রেস। আধ ঘন্টা পর চালকের হুশ ফিরতে বোঝা গেলো ভুল রুটে চলছে ট্রেন। ট্রেনের রুটে ভুল করার ঘটনায় অবাক যাত্রীরা। 

Train

দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার দুপুর ১২.১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে ও নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বিকেল সাড়ে পাঁচটায় ট্রেনটির অমৃতসর পৌঁছনোর কথা ছিল। সেই মতো বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনটি জলন্ধর স্টেশনে পৌঁছোয়। কিন্তু চালকের নজরদারির অভাবে আধ ঘণ্টা ভুল পথে চলে যায় ট্রেনটি। ট্রেনটি নাখোরদা জংশন স্টেশনে পৌঁছলে চালক বুঝতে পারেন তিনি সম্পূর্ণ ভুল পথে চলে এসেছে। এরপর নাখোরদা থেকে ট্রেনটিকে ফিরিয়ে আনার জন্য নতুন ইঞ্জিন আনা হয়, যার জেরে প্রায় দু ঘন্টা দেরিতে অমৃতসর পৌঁছয় ট্রেনটি।

Train

রেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য এই ধরনের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।