হুলা পার্টির সদস্যদের ডেপুটেশন

জঙ্গল থেকে লোকালয়ে হাতি ঢুকে পড়লে ভরসা হুলা পার্টি। কিন্তু সেই হুলা পার্টির সদস্যরাই কর্ম বিরতির ডাক দিয়েছে। সাত দফা দাবি রয়েছে তাদের। হাতি তাড়াতে গিয়ে যাচ্ছে প্রাণ। চান ক্ষতিপূরণ।

author-image
Pallabi Sanyal
New Update
11111111


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : মোট ৭ দফা দাবি নিয়ে ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন ঝাড়গ্রামের হাতি তাড়ানোর হুলা পার্টির সদস্যরা। সোমবার ঝাড়গ্রামের হাতি তাড়ানোর সকল কর্মীরা ঝাড়গ্রামে উপস্থিত হন এবং সাত দফা দাবি নিয়ে তাদের দাবি পেশ করেন। তাদের মূলত দাবি, হাতি ড্রাইভের কাজের জন্য সকল হুলা পার্টির সদস্যদের পর্যাপ্ত হাতি তাড়ানোর সরঞ্জাম সহ সেফটি কিট প্রদান করতে হবে, এছাড়াও হাতির হানায় কোনো হুলা পার্টির সদস্য নিহত হলে ১৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ সহ পরিবারের একজন সদস্যকে দ্রুত চাকরি প্রদান করতে হবে, এই সব দাবি সহ মোট ৭ দফা দাবি নিয়ে আজ জেলাশাসকের কার্যালয়ে এসে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন হুলা পার্টির সদস্যরা। ইতিমধ্যেই সমস্ত হুলা পার্টি সদস্যরা হাতি তাড়ানো থেকে বিরত রয়েছেন। হুলা পার্টির সদস্যরা জানান, তাদের দাবি না মানা হলে তাদের স্ট্রাইক চলছে, চলবে। আর এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে কারণ এলাকায় হাতি প্রবেশ করলে একমাত্র গাইড করেন এই হুলা পার্টি সদস্যরা।