নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: MGNREGS এর কাজ করেও মেলেনি টাকা, এমনই দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকার ঠিকাদার।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত ঠিকাদারেরা গলায় প্লাকার্ড ঝুলিয়ে হাতে ব্যানার নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দিল। 'বঞ্চিত ঠিকাদারি প্রতিবাদ মঞ্চ' নামক এই ব্যানারে ডেপুটেশন জমা দিল চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও উৎপল পাইকের কাছে। জানা যায় জেলার এরকম একাধিক জায়গায় ঠিকাদারেরা কাজ করে টাকা পায়নি।
ঘটনার কথা স্বীকার করেন চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও। তিনি বলেন যে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।